নাটোরে লরির চাপায় তিনজন নিহত

acc.সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : নাটোরে ট্যাঙ্কলরির চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ চারজন। মঙ্গলবার বিকেলের দিকে নাটোর-বড় হরিশপুর বাইপাস সড়কে ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলো জেলার সদর উপজেলার করোটা গ্রামের জনাব আলী, লালমনিপুর গ্রামের সাত বছর বয়সী শিশু তাজমিরা এবং বাগাতিপাড়া উপজেলার মিশ্রিপাড়া গ্রামের রফিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, অটোরিকশার চালক সদর উপজেলার করোটা গ্রাম থেকে ছয়জন যাত্রী নিয়ে নাটোর রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি শহরের বড় হরিশপুর বাইপাস সড়কের রামাইগাছি ১ নম্বর ব্রিজের কাছে পৌঁছালে জ্বালানি তেলবাহী ট্যাঙ্কলরি সেটিকে চাপা দেয়। লরিটি রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ