জাতীয় বিমা নীতি মন্ত্রিসভায় অনুমোদন

Cabinet মন্ত্রীসভাসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাতীয় বিমা নীতি ২০১৪’র খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একইসঙ্গে মন্ত্রিসভা বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ উন্নয়ন ও পারস্পারিক সুরক্ষা চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিসচিব বলেন, ঝুঁকি হ্রাসের বড় মাধ্যম বিমা। বিমা খাতের উন্নয়ন এবং আধুনিকায়নের অংশ হিসেবে জাতীয় বিমা নীতি ২০১৪-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে বেসরকারি খাতে পেনশস স্কীম চালু করা হবে। এই আইনে অ্যাকশান প্লানের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সরকারি ব্যাংক ও আর্থিক বিভাগ রাষ্ট্রীয় বিমা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করা হবে। বিভিন্ন ধরনের অভিযোগের নিষ্পত্তি এবং জাতীয় বিমা দিবস চালুর বিধান রাখা হয়েছে এই আইনে।
মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া বলেন, বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ উন্নয়ন ও পারস্পারিক সুরক্ষা চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদনের মাধ্যমে কম্বোডিয়ার সঙ্গে বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক এবং কৃষিক্ষেত্রে সহযোগিতা বাড়বে। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন আগামী ১৬ থেকে ১৮ জুন বাংলাদেশ সফর করবেন। এ সময় চুক্তি স্বাক্ষর হবে। চুক্তির মেয়াদ থাকবে ১০ বছর। কোনো পক্ষ আপত্তি না করলে এটা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ