খালেদা জিয়ার হাতে সবুজ পাসপোর্ট

khaleda zia বেগম খালেদা জিয়ারিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আবেদন করার ৪ দিনের মাথায় সবুজ পাসপোর্ট হাতে পেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম এবং খালেদা জিয়ার বিশেষ সহকারী মাহবুব আল আমীন ডিউক সোমবার পাসপোর্ট অফিসে গিয়ে এ পাসপোর্ট গ্রহণ করেন বলে মঙ্গলবার গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান। দীর্ঘদিন প্রধানমন্ত্রী ও বিরোধী দল নেতার মর্যাদা পাওয়া খালেদা জিয়া এতদিন লাল পাসপোর্ট ব্যবহার করে আসছিলেন। কিন্তু ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেয়ায় বিরোধী দল নেতার মর্যাদা হারান তিনি। এতে বাতিল হয় তার লাল পাসপোর্ট। এ পরিস্থিতিতে তার জন্য প্রয়োজন হয় সবুজ পাসপোর্টের। এ সবুজ পাসপোর্টের আবেদন করতেই গত বৃহস্পতিবার হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে আগারগাঁও পাসপোর্ট অফিসে হাজিরা দেন খালেদা জিয়া। তবে খালেদা জিয়াকে সাধারণ নাগরিকের মতো লাইনে দাঁড়াতে হয়নি। জানা গেছে, এক্সপ্রেস বা জরুরি পাসপোর্টের আবেদন করেছিলেন খালেদা জিয়া। এজন্য ৬ হাজার টাকা জমা দিতে হয়। জমা দেয়ার সাত দিনের মধ্যে পাসপোর্ট পেয়ে থাকেন আবেদনকারীরা। সোমবার পাসপোর্ট অফিসে গিয়ে খালেদার সবুজ পাসপোর্ট সংগ্রহ করেন আব্দুল কাইয়ুম ও ডিউক। দীর্ঘদিন লাল পাসপোর্ট ব্যবহার করে আসা খালেদা জিয়ার সবুজ পাসপোর্ট প্রাপ্তি দেশের রাজনৈতিক মহলে জন্ম দেয় মুখরোচক আলোচনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ