শেবামেক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ চিকিৎসাসেবা বন্ধ

barisal barishal বরিশালরিপোর্টার, এবিসি নিউজ বিডি, বরিশালঃ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে(শেবামেক) এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক-রোগীর স্বজনদের মধ্যে দুই দফা সংঘর্ষের পর চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। ইন্টার্ন চিকিৎসকরা চিকিৎসাসেবা বন্ধ রেখে বিক্ষোভ করছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে রোগী মারা যাওয়ার পর দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অর্থপেডিকস বিভাগে রোগী রেজাউল করিম মারা গেলে তার স্বজনরা এক ইন্টার্ন চিকিৎসককে মারপিট করে। এরপর চিকিৎসকরা এক জোট হয়ে রোগীর স্বজনদের ওপর হামলা চালায়। এ অবস্থায় অর্থপেডিকস বিভাগের প্রধান গেট বন্ধ করে দিয়ে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের ভেতরে বিক্ষোভ করতে থাকেন। প্রথমে কাউকে বেরুতে ও ঢুকতে দেওয়া হয়নি। পরে পুলিশ ভেতরে ঢুকে লাশ নিয়ে যায় ও পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। এদিকে, সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। হাসপাতালের ভেতরে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ