২ দিনের রিমান্ডে শীষ মনোয়ার

sheesh monoarসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও শীষ মনোয়ারের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম মনোয়ারকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
বিকেল ৩টায় রিমান্ডের ওপর শুনানি শেষে বিকেল ৫টায়  ঢাকা মহানগর হাকিম  আতাউল কিবরিয়া এ রিমান্ড মঞ্জুর করেন।

এবিসি নিউজ বিডিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন, পুলিশের মীরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোঃ জসিম উদ্দিন।

তিনি বলেন, শুক্রবার রাত ১২টায় শীষ মনোয়ার নিজেই মীরপুর থানায় এসে আত্মসমর্পণ করে। এরপর শনিবার তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড চাওয়া হয়।১০ দিনের রিমান্ড চাওয়া হলে শনিবার বিকেলে ২দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়ার হিসাবরক্ষক সজিব গত ২৬ এপ্রিল নিজ বাসা থেকে অফিসে আসার পথে অপহৃত হওয়ার ঘটনায় শনিবার সকালে শীষ মনোয়ারকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ