চমেক হাসপাতালে আগুন

chittagong চট্টগ্রামরিপোর্টার, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হৃদরোগ বিভাগের ‍ক্যাথ ল্যাবে আগুন লাগে। শনিবার সকাল দশটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ ঘটনা ঘটে। এ সময় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে পুলিশ ও কর্মচারীদের সহায়তায় আধ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, দশটার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের ক্যাথ ল্যাবের এসি থেকে ধোঁয়া বেরুতে শুরু করে। ধোঁয়ায় পুরো ১২নং ওয়ার্ড আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় আতঙ্কে হুড়োহুড়ি করে বেরিয়ে যায় রোগী ও তাদের স্বজনরা। পরে হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্য ও হাসপাতালের কর্মচারীরা আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত নায়েক জাহাঙ্গীর গণমাধ্যমকে বলেন, দশটার দিকে এসি থেকে ধোঁয়া বেরুতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ