সিদ্ধিরগঞ্জে নূরের অফিসে আগুন

fireসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাসিক’র প্যানেল মেয়র নজরুল ইসলামের জানাযার পর বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরে তারা কাউন্সিলর নূর হোসেনের অফিস ও ট্রাক স্ট্যান্ডে আগুন দেয়।শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।

বৃহস্পতিবার বেলা ১১টার কিছু পর এসব ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে নজরুলের জানাযার পর বিক্ষুব্ধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ শুরু করলে পুলিশ  বাধা দেয়ায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ‍সিদ্ধিরগঞ্জে বিক্ষুব্ধরা কাউন্সিলর নূর হোসেনের অফিস ও ট্রাক স্ট্যান্ডে দেয়।

প্রসঙ্গত, কাউন্সিলর নূর হোসেন নজরুল ইসলাম সাতজনের অপহরণ মামলার প্রধান আসামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ