কেন্দ্রীয় ব্যাংক নতুন ৯ ব্যাংককে সতর্ক করলো

bangladesh bank বাংলাদেশ ব্যাংকসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ গত বছরে রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া চতুর্থ প্রজম্মের নতুন ৯ ব্যাংককে আগ্রাসী ঋণ বিতরণে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে নতুন ৯ ব্যাংকের পর্যালোচনা বৈঠকে এ সতর্ক বার্তা দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে বৈঠকে নয় ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, মূলত নতুনভাবে কার্যক্রম শুরুর এক বছরে তাদের অভিজ্ঞতা এবং সামনের দিনে আরও ভালো করতে বিভিন্ন দিক নির্দেশনা দিতে এ বৈঠক হয়।

সুর চৌধুরী বলেন, নতুন এই ব্যাংকগুলো যাতে ঋণ বিতরণ ও মানিলণ্ডারিংয়ে জড়িয়ে না পড়ে সে বিষয়ে প্রথম বছর থেকেই কড়াকড়ি অরোপ করা হয়েছে। ঋণ বিতরণ ঝুঁকি ব্যবস্থাপনা যথাযথ পরিপালনের নির্দেশের পাশাপাশি ব্যাংকগুলো যেন আগ্রাসি ব্যাংকিং না করে সে বিষয়ে সতর্ক করে দেয়া হয়েছে।

পরিচালনার ক্ষেত্রে ব্যাংকের ব্যবস্থাপনা ও বোর্ডের যার যা দায়িত্ব সেই অনুসারে কাজ করবে। ব্যবস্থাপনার ক্ষেত্রে যেন পরিচালনা পর্ষদ হস্তক্ষেপ না করে সেই বিষয়েও বৈঠকে নির্দেশ দেয়া হয়েছে।

সুর চৌধুরী বলেন, ব্যাংকগুলো ঢাকায় শাখা বাড়ানোরসহ বি ক্যাটাগরির পৌরসভা শাখাগুলোকে গ্রামের শাখা হিসেবে বিবেচনার জন্য দাবি করে। সেই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে বলা হয়েছে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে হলে গ্রামে ব্যাংকের শাখা খুলতে হবে। তবে বি ক্যাটাগরির পৌরসভা সবগুলোকে নয় কিছু শাখাকে বিশেষ বিবেচনায় নেয়া হবে কি না কেন্দ্রীয় ব্যাংক তা ভেবে দেখবে।

ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে যেন পরিচালকরা হস্তক্ষেপ না করে সেই বিষয়েও সতর্ক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ