২৭ আগস্ট থেকে হজ্জ ফ্লাইট শুরু

hajjflightসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চলতি বছর হজ পালনে সৌদি আরব যাওয়ার ফ্লাইট শুরু হচ্ছে আগামী ২৭ আগস্ট। শেষ হবে ২৮ সেপ্টেম্বর। হজ শেষে ফিরতি ফ্লাইট ৮ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ৮ নভেম্বর।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে তিনি চলতি বছর হজ ব্যবস্থাপনা সুষ্ঠু, ফলপ্রসূ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে এক আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন।

মন্ত্রী বলেন, অন্যান্যবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রী পরিবহনে বিমান ভাড়া করলেও এবার তারা বিমান ভাড়া করবে না। নতুনভাবে আনা চারটি বিমান হজযাত্রী পরিবহনে ব্যবহৃত হবে। এছাড়া হজযাত্রীদের হয়রানি রোধে বিমানবন্দরে এবার ‘সিটি চেকিং’ এর ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ