আবারো পানি প্রবাহ কমেছে তিস্তায়

tista তিস্তাসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ তিস্তায় একদিন আগে হঠাৎ পানি প্রবাহ বাড়লেও একদিনের ব্যবধানে আবার অর্ধেকের নিচে নেমে এসেছে। তিস্তার ন্যায্য হিস্যার দাবিতে বিএনপির লং মার্চের মধ্যে মঙ্গলবার এই নদীতে আকস্মিকভাবে পানি প্রবাহ বেড়ে ৩ হাজার কিউসেক ছাড়িয়ে গিয়েছিল। তবে ভারত পেরিয়ে বাংলাদেশে আসা তিস্তায় বুধবার সকাল থেকে পানিপ্রবাহ কমতে থাকে। দুপুর ১২টায় পানির পরিমাণ ১ হাজার ২৪২ কিউসেকে নেমে আসে।

তিস্তা ব্যারাজের উপ-বিভাগীয় প্রকৌশলী মঈন উদ্দিন মণ্ডল জানান, মঙ্গলবার ব্যারাজ এলাকায় ৩ হাজার ৫০ কিউসেক পানি পাওয়া গিয়েছিল। বুধবার পানি কমে যাওয়ায় ব্যারাজের সব কটি গেইট বন্ধ করে দিয়ে পুরো পানির প্রবাহটাই ঘুরিয়ে সেচ প্রকল্পে নেওয়া হচ্ছে।

তিস্তা রেল সেতু মুখের পানের দোকানি জয়নাল আবেদীন বলেন, ‘আমার জীবনে তিস্তার এমন চেহারা এর আগে কখনো দেখি নাই।’

নদীতে পানি না থাকায় পাড়ে তুলে রাখা নৌকার মালিক বৃদ্ধ ইয়াছিন আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নদীট্যাক মারি ফেলাইল। হামাকোও মারিল।’

চলতি শুকনো মৌসুমে তিস্তার পানি কমতে কমতে ধূ ধূ বালুচর সৃষ্টি হয় নদীর বুকে। এর মধ্যে গত ১৩ এপ্রিল একবার ব্যারাজ পয়েন্টে পানি বেড়ে দেড় হাজার কিউসেকে দাঁড়িয়েছিল। এরপর পুনরায় কমতে কমতে সোমবার পানি প্রবাহ সাড়ে আটশ কিউসেকে দাঁড়ায়। মঙ্গলবার হঠাৎ করে বেড়ে যায় পানি।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবর রহমান জানান, এ নদীতে গড়ে ৫-৬ হাজার কিউসেক পানি থাকা প্রয়োজন হলেও এবার এই মৌসুমে পানি কমতে কমতে ৪৫০-৫০০ কিউসেকে গিয়ে দাঁড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ