রানা প্লাজা মালিক সোহেলের বিরুদ্ধে প্রতিবেদন

dudokসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে অপরাধ ও দুর্নীতির অনুসন্ধান প্রতিবেদন দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সিআইডি সমন্বয় করে এক সঙ্গে দেবে। শিগগিরই প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে।

বুধবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী এ কথা বলেন।

তিনি বলেন, রানা প্লাজা মালিকের বিরুদ্ধে দুর্নীতি ও অপরাধের তদন্ত সিআইডি এবং দুদক  যৌথভাবে করেছে। দুই সংস্থার অনুসন্ধান প্রায় শেষ পর্যায়ে। দুদক তার অবৈধ সম্পদ এবং ভবনে জালিয়াতির বিষয়ে অনুসন্ধান করছে। আর সিআইডি অপরাধের বিভিন্ন বিষয় দেখছে।

সচিব বলেন, প্রতিবেদনের মধ্যে যাতে একই তথ্য দুটি সংস্থার প্রতিবেদনে না আসে সেজন্য যৌথভাবে প্রতিবেদন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মাসিক ব্রিফিংয়ে দুদক সচিব মার্চ মাসে দুদকের কার্যক্রম তুলে ধরেন। এ সময় সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ