এবার লেট নাইট কফিতে কণা

Kona কনাবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সেলিব্রেটি নিয়ে লাইভ  টিপস এন্ড ফান বিষয়ক অনুষ্ঠান লেট নাইট কফি। অনুষ্ঠানে এবারের পর্বে অতিথি হয়ে আসছেন জনপ্রিয় শিল্পী কণা।

লেট নাইট অনুষ্ঠানের মূল বিষয় বস্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে। যেখানে উঠে আসবে একটি সম্পর্ক গড়তে একজন অন্য জনের জন্য কিভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করেন। অনুষ্ঠানটি আর টিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে। টেলিফোন ও ই-মেইলের মাধ্যমে দর্শকদের সঙ্গে নির্দিষ্ট ট্রপিক নিয়ে কথা বলবেন শিল্পী কণা।

অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিষয় অনুযায়ী মিউজিক ভিডিও এবং সিনেমার অংশ বিশেষ দেখানো হবে। অনুষ্ঠানটি উপস্থাপনার আছেন নুসরাত ফারিয়া মাজহার ও আবির। সোহেল রানা বিদুৎতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে শনিবার রাত ১২ টা ১ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ