ভারপ্রাপ্ত ইসিকে হত্যার হুমকি !

ec mobarak ইসি মোবারকসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নির্বাচন কমিশনার (ইসি) আবদুল মোবারক টেলিফোনে হত্যার হুমকি পেয়েছেন। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) অনুপস্থিতিতে যিনি উপজেলা নির্বাচন তদারকের দায়িত্ব পালন করছেন।

আবদুল মোবারক সাংবাদিকদের জানান, রোববার বেলা ১২টা ১০ মিনিটে  নিজের মোবাইল ফোনে হত্যার হুমকি পান তিনি।  তিনি তখন অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করছিলেন।

নির্বাচন কমিশনার জানান, নম্বর গোপন করে তার মোবাইল ফোনে কল করে এই হুমকি দেওয়া হয়।

হুমকির ভাষা ছিল, আমি তোমার যম। তোমার হায়াত নির্ধারিত হয়ে গেছে। অতি শিগগির তোমার স্ত্রী বিধবা ও তোমার সন্তানরা এতিম হবে।

ফোন পাওয়ার সময় তিনি নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার আবু হাফিজ, জাবেদ আলী ও মো. শাহনেওয়াজের সঙ্গে ‍উপজেলা নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন।

বিষয়টি অন্য কমিশনারদের জানানো হলে তারা জিডি করার পরামর্শ দেন। মোবারক জানান, এ বিষয়ে শেরে বাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে একান্ত সচিব আলমগীর হোসেনকে নির্দেশ দিয়েছেন তিনি।

বিকেলে আলমগীর হোসেন জিডি করেন।

এ বিষয়ে শেরে বাংলা নগর থানার পরিদর্শক তদন্ত সাব্বির আহমেদ জানান, তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে।

উল্লেখ্য, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নানা বক্তব্যের জন্য ১৮ দলীয় জোটের  সমালোচনার মধ্যে পড়েন আবদুল মোবারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ