চীন ভূমিকম্পে কেঁপে উঠল

Earthquake 2 ভুমিকম্পআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চিলির পর এবার  ভূমিকম্পে কেঁপে উঠল চীন। রোববার দক্ষিণ-পশ্চিম চীনে রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৫.৩। প্রাণহাণি না ঘটলেও আহত হয়েছেন প্রায় ২৫ জন। ভেঙে পড়েছে বহু বাড়িঘর।

ভূকম্প তথ্য কেন্দ্রের  বরাত দিয়ে চীনের র্বাতা সংস্থা সিনহুয়া জানিয়েছে রোববার স্থানীয় সময় সকাল পৌনে ৭টা নাগাদ ইউনান প্রদেশে কম্পন অনুভূত হয়। এর উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার  গভীরে।

সিনহুয়া  জানায়, এ দিনের কম্পনে প্রায় ৭০ হাজার পরিবার  ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোট-বড় মিলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তিন হাজার বাড়ি। ভূমিকম্পের উৎসস্থল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে চীনের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুত কেন্দ্রে কোনো প্রভাব পড়েছে কিনা তা ক্ষতিয়ে দেখছেন বিশেষজ্ঞ দল।

ইউনানের ডিজাস্টার প্রভিনশন ইনস্টিটিউটের কর্মকর্তা ঝ্যাং জিয়াংহুয়ো জানিয়েছেন, ওই অঞ্চলগুলো ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে পড়ে। ২০১২ তে  ঘন ঘন কেঁপে ওঠে ইউনান ও গুইঝাই প্রদেশে। মৃত্যু হয় ৮১ জনের। ২০০৮-এ সিচুয়ান প্রদেশে  ভয়ানক  ভূমিকম্পে মৃত্যু হয়েছিল প্রায় ৮০ হাজার মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ