হাজী সেলিমের বিরুদ্ধে আদালতের রুল

haji selim হাজী-সেলিমসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ লালবাগ দুর্গ এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বাধা দেয়ায় স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়েছে হাই কোর্ট।

রোববার বিচারপতি মো. আশাফাকুল ইসলাম ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ এই রুল জারি করে।

তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে হাজী সেলিমকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দায়ের করা ওই আবেদনের শুনানি করেন সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

ঐতিহাসিক লালবাগ দুর্গ রক্ষায় ২০১১ সালের ২৬ অক্টোবর রায় দেয় হাই কোর্ট। ওই রায়ে সংরক্ষিত এলাকা বলে ঘোষিত লালবাগ দুর্গের ভেতরের সীমানায় ও আশপাশের সব দখলদারকে উচ্ছেদ এবং স্থাপিত সব স্থাপনা ভেঙে ফেলতে নির্দেশ দেয়া হয়।

গত ৩০ মার্চ আইনশৃঙ্খলা বাহিনী ও কর্মকর্তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রক্রিয়া শুরু করলে তাতে হাজী সেলিম বাধা দেন অভিযোগ করে ১ এপ্রিল তাকে উকিল নোটিস দেন মনজিল। হাজী সেলিমের পাশাপাশি ঢাকার এক নির্বাহী ম্যাজিস্ট্রেট, লালবাগ থানার ওসিকেও ওই নোটিস দেয়া হয়।

মনজিল মোরসেদ বলেন, বাকি দুজন নোটিসের জবাব দিলেও হাজী সেলিম দেননি। ওই জবাবেও উচ্ছেদে বাধা প্রদানকারী হিসাবে হাজী সেলিমের নাম এসেছে। এ কারণে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ