রাবির শিবির সভাপতির বিরুদ্ধে মামলা

Shibir logo শিবির লোগোরিপোর্টার, এবিসি নিউজ বিডি, রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিজ কক্ষে ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দকে গুলি করে হত্যার ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। রাবি ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদি হাসান শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর মতিহার থানায় এ মামলা দায়ের করেন।

রাবি শিবিরের সভাপতি আশরাফুল আলমকে প্রধান আসামি করে অজ্ঞাত আরো ১০-১২ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়।

মতিহার থানার ওসি রেজাউল করিম জানান, রুস্তম হত্যায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মেহেদি হাসান বাদী হয়ে রাত সাড়ে ১০টার দিকে ১০-১২ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

রাবি ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানা বলেন, রাবি ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আলম ইমনকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। এ মামলায় অবিলম্বে শিবির সভাপতিকে গ্রেফতারের দাবি জানান তিনি।

প্রসঙ্গত, শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে নিজ কক্ষে গুলি করে হত্যা করা হয় ছাত্রলীগ নেতা রুস্তমকে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং ওই হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ