লাখ কণ্ঠে সোনার বাংলা কর্মসূচীতে অংশ নিচ্ছে দুই লক্ষাধিক পোশাক শ্রমিক

lakho konthe sonar bangla লাখো কণ্ঠে সোনার বাংলাসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ লাখ কণ্ঠে সোনার বাংলা  কর্মসূচির  মধ্য অংশ নিচ্ছে  দুই লক্ষাধিক পোশাক শ্রমিক। তারা জাতীয় প্যারেড স্কয়ারে সরাসরি অংশ নিয়ে বিশ্ব রের্কডের কৃতিত্বে অংশীদার হবে। সোমবার দুপুরে রাজধানীর বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে দ্বিতীয় সহ সভাপতি এস এম মান্নান কচি এ তথ্য জানান।

এ সময় বিজিএমইএ সহ-সভাপতি শহিদুল্লাহ আজিম, রিয়াজ বিন মাহমুদ সুমন, সচিব এহসানুল ফাত্তাহসহ বিভিন্ন পোশাক শিল্প কারখানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মান্নান কচি জানান, জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রতি ৫০ জন শ্রমিকের জন্য ১ জন করে ব্লক-সুপারভাইজার মনোনয়ন দেয়া হয়েছে। এধরনের ৪ হাজার ২৯০ জন সুপারভাইজারদের নেতৃত্বে দুই লাখ ১৪ হাজার ৫৪২জান শ্রমিক জাতীয় প্যারেড স্কয়ারে অংশ নিবেন।

তিনি বলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের যৌথ উদ্যোগে এ গণজমায়েতে ৪৩০টি কারখানার শ্রমিকরা কোন ধরনের আর্থিক সুবিধা ছাড়াই ‘লাখো কন্ঠে সোনার বাংলা’  কর্মসূচিতে অংশ নিয়ে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে অর্জনের চেষ্টায় অংশগ্রহণ করবেন। যেমনটি তারা ইতিপূর্বে বাংলাদেশকে বিশ্বের দ্বিতীয় বহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত করেছেন।

মান্নান কচি বলেন, শিল্পকলার ৭০ জন শিল্পী দিয়ে কয়েক দফায় শ্রমিকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এজন্য দুই দিনব্যাপী রোড শো চলছে। এছাড়া ২৬ মার্চ জাতীয় সংগীত গাইতে যারা দূর-দূরান্ত থেকে আসবেন তাদের জন্য গাড়ির ব্যবস্থা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ