ব্রাজিল দলে ভিনিসিয়ুস-রদ্রিগো, নেই নেইমার
ক্রীড়া প্রতিবেদক, এবিসি নিউজ, ঢাকা (২ অক্টোবর) : গত মাসে বিশ্বকাপ বাছাই শেষ করে মূল পর্বের টিকিট কেটে রেখেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে আগামী বছরের বিশ্বকাপ সামনে রেখে বসে থাকার সুযোগ নেই সেলেসাওদের। প্রস্তুতি সারতে চলতি মাসেই দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।
এই দুই ম্যাচের জন্য বুধবার ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
এর মধ্যে দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের দুই ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো।
তবে এবারও দলে নেই ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার জুনিয়র। নতুন করে বাঁ ঊরুতে চোট পাওয়ায় তাকে দলে রাখেননি আনচেলত্তি। সান্তোসের এই ফরোয়ার্ডকে শেষবার ব্রাজিলের জার্সিতে দেখা গিয়েছিল ২০২৩ সালের অক্টোবরে।
এছাড়া চোটের কারণে আরো বাদ পড়েছেন, বার্সেলোনা তারকা রাফিনিয়া, লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার ও পিএসজি সেন্টার ব্যাক মার্কিনিওস।
ব্রাজিল স্কোয়াড:
গোলকিপার: এডারসন (ফেনেরবাচে), বেন্তো (আল নাসের) ও হুগো সউজা (করিন্থিয়ান্স)।
ডিফেন্ডার: কার্লোস অগুস্তো (ইন্টার মিলান), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), কাইও হেনরিক (মোনাকো), ফ্র্যাব্রিসিও সান্তোস (ক্রুজেইরো), ডগলাস সান্তোস (জেনিত), গ্যাব্রিয়েল মাগালায়েস (আর্সেনাল), ভ্যান্ডারসন (মোনাকো), বেরালদো (পিএসজি) ও ওয়েসলি (রোমা)
মিডফিল্ডার: ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), আন্দ্রে (উলভারহ্যাম্পটন), জোয়েলিংটন (নিউক্যাসল), হোয়াও গোমেজ (উলভারহ্যাম্পটন) ও লুকাস পাকেতা (ওয়েস্ট হাম)।
ফরোয়ার্ড: গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), এস্তেভাও (চেলসি), লুইজ হেনরিক (জেনিত), ইগর জেসুস (নটিংহাম ফরেস্ট), ম্যাথিউস কুনহা (ম্যানচেস্টার ইউনাইটেড), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রিচার্লিসন (টটেনহাম) ও ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।