ডেঙ্গুর ভয়ংকর রূপ: মৃত ২, হাসপাতালে ৪৯০

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (১ অক্টোবর) : ভয়ংকর রূপ ধারণ করেছে ডেঙ্গু।  ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ নারীর মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯০ জন।

বুধবার (১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃতদের বয়স যথাক্রমে ৩৩ ও ৬০ বছর। একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৮, চট্টগ্রামে ৬০, ঢাকা বিভাগে ১০০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৪, ময়মনসিংহে ২৮ ও রংপুরে ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৭৭ জন। এ নিয়ে চলতি বছরের এই পর্যন্ত ৪৫ হাজার ২৭৩ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৫১ জন। মৃত্যু হয়েছে ১৯২ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯, জুলাইয়ে ৪১, আগস্টে ৩৯, সেপ্টেম্বরে ৭৬ ও অক্টোরের এই পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে।

এর আগে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭৫ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ