আফগানিস্তানের বিদায়, বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক, এবিসি নিউজ, ঢাকা (১৯ সেপ্টেম্বর) : চলতি এশিয়া কাপের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে আফগানিস্তান। এই হারে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে রশিদ খানের দল। শ্রীলঙ্কার জয়ের সুবাদে ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত হয়েছে বাংলাদেশেরও।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আবুধাবিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান করে আফগানিস্তান। জবাবে ৮ বল হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নেয় লঙ্কানরা।

ম্যাচটি আফগানিস্তান-শ্রীলঙ্কার হলেও এতে নজর ছিল বাংলাদেশের। কেননা এই ম্যাচেই নির্ভর করছিল তাদের সুপার ফোরে জায়গা করে নেওয়া। ১০১ রান করার পরপরই শ্রীলঙ্কার সুপার ফোর নিশ্চিত হয়ে যায় (রানরেটের হিসাবে)। ম্যাচটি আফগানরা জিতলে তারা শ্রীলঙ্কার সঙ্গে সুপার ফোরে যেত। কিন্তু তারা হারায় সুপার ফোর নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

আফগানিস্তানের ১৬৯ রানের পুঁজিতে সবচেয়ে বেশি অবদান রাখেন মোহাম্মদ নবি। মাত্র ২২ বলে খেলেন সর্বোচ্চ ৬০ রানের ইনিংস। শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে আফগানরা। ২৩ বলে ২৪ রান করে রশিদ খান যখন বিদায় নেয় তখন আফগানদের স্কোর ৭ উইকেট হারিয়ে ১১৪। আফগানরা দেড়শ রান করতে পারবে কিনা এ নিয়ে যখন শঙ্কা তৈরি হয়েছিল ঠিক সে সময় রীতিমতো ঝড় তুলেন নবি।

শেষ ওভারে দুনিথ ভেল্লালেগের প্রথম ৫ বলে ৫টি ছক্কা হাঁকান নবি, তুলেন ৩২ রান। শেষ বলে রানআউট হয়ে বিদায় নেন ৬০ রান করে। তবে নবির এই ইনিংসের জবাবে ৫২ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে সব আলো কেড়ে নেন কুশল মেন্ডিস। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

শ্রীলঙ্কার হয়ে নুয়ান তুষারা ১৮ রানে শিকার করেন ৪ উইকেট।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ