যাবজ্জীবন সাজার মেয়াদ কমানোর উদ্যোগ সরকারের

বিশেষ প্রতিনিধি, এবিসি নিউজ, ঢাকা (১৪ সেপ্টেম্বর) : সরকার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বয়স্ক অসুস্থদের সাজা ভোগের সময় কমিয়ে তাদের মুক্তি দেওয়ার চিন্তা করছে। এছাড়া নারীদের ক্ষেত্রে সাজার মেয়াদ ২০ বছর করা হতে পারে।

রবিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

উপদেষ্টা বলেন, কারাগারে অনেক সমস্যা রয়েছে। সংস্কার দরকার। বাজেটের ক্ষেত্রেও সীমাবদ্ধতা আছে। অনেক বন্দির বয়স হয়েছে এবং তারা বিভিন্ন রোগে আক্রান্ত। তাদের ওষুধের জন্য বেশি বাজেট প্রয়োজন হয়। আমরা চাই যাদের বয়স বেশি হয়েছে, তাদের জন্য যাবজ্জীবন সাজার মেয়াদ কমিয়ে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হোক।

তিনি আরও বলেন, যাবজ্জীবন সাজাকে ৩০ বছর ধরা হয়, সেটি কমিয়ে নির্ধারণ করা হবে। নারীদের ক্ষেত্রে হয়তো ২০ বছর করা হতে পারে। পুরুষদের ক্ষেত্রে হয়তো কিছুটা বেশি সময় দিতে হতে পারে। তবে ব্যক্তির বয়স, অপরাধের ধরন, এবং পুনরায় অপরাধ করার সম্ভাব্যতা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

লুট হওয়া অস্ত্র উদ্ধার ও অপরাধ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, লুট হওয়া অস্ত্র প্রতিদিনই উদ্ধার হচ্ছে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ