বাসায় রেখে চলবে খালেদা জিয়ার চিকিৎসা

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২০ জুন ২০২১) : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী।

শনিবার (১৯ জুন) রাত নয়টার দিকে খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ডা. বলেন, তার অবস্থা স্ট্যাবল (স্থিতিশীল)। তবে তিনি পুরোপুরি সুস্থ নন। তাই বাসায় রেখে তার চিকিৎসা চলবে।

তিনি বলেন, হাসপাতালে খালেদা জিয়া কিছু জীবাণু দিয়ে সংক্রমিত হচ্ছিলেন। আমরা তার রক্ত পরীক্ষা করে বুঝতে পেরেছি। এ সংক্রমণ তার বর্তমান স্ট্যাবল (স্থিতিশীল) অবস্থাকে বিনষ্ট করতে পারে। এ আশংকায় তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা বলছি যে খালেদা জিয়া স্ট্যাবল (স্থিতিশীল)৷ মানে হচ্ছে তার যে আসল অসুখগুলো ছিল, সেটা স্থিতাবস্থায় এসেছে। আমরা বলছি না, তিনি পুরোপুরি সুস্থ হয়ে বাসায় এসেছেন। তার হার্ট ও কিডনি ও লিভারের জটিলতা যেগুলো কোভিডের কারণে ভয়ঙ্কর হয়ে উঠেছিল, সেগুলো থেকে উত্তরণ ঘটেছে। কিন্তু সেই অসুস্থতাগুলো এখনও রয়েই গেছে।

ডা. সিদ্দিকী বলেন, তার চিকিৎসায় জন্য যে টেকনোলজি, প্রস্তুতি ও প্রক্রিয়া দরকার, সেগুলো আমরা কিন্তু এখনো পরিপূর্ণভাবে করতে পারিনি। যে জন্য একটা রিস্ক (ঝুঁকি) থেকেই যাচ্ছে। এখন আমরা প্ল্যান (পরিকল্পনা) করেছি, তাকে বাসায় রাখব। কিন্তু এমনও হতে পারে তাকে আগামী দুই বা তিন সপ্তাহ পরে আবার হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে রিভিউ করার প্রয়োজন হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ