ঐক্যের আলোচনায় জাসদের দুই অংশ

প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকাঃ কর্নেল তাহেরের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লুৎফা তাহেরের বাড়িতে  কাউন্সিল থেকে বিভক্ত জাসদের দুই অংশ পুনরায় এক হতে আলোচনায় বসেছে।

২১ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে ইনু-শিরিন ও আম্বিয়া-নাজমুল উভয় কমিটির নেতারা অংশ নেন।

প্রাথমিক আলোচনা হলেও এখনও কোনো সিদ্ধান্ত আসেনি বলে একাংশের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া সাংবাদিদের জানিয়েছেন।

“ঐক্যের জন্য বসলেও আলোচনায় কোনো অগ্রগতি হয়নি,” বলে তিনি এজন্য ইনু অংশের নেতাদের দায়ী করেন।

 

“ঐক্য চাই বলেই আলোচনায় বসেছি। তবে ইনু সাহেবের উপরে বললেও বাস্তবে চায় বলে আমার মনে হয় না।”

অন্য অংশের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীণ আখতার বৈঠকে থাকলেও তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত ১২ মার্চ দলীয় কাউন্সিলে শিরীন আখতারকে সাধারণ সম্পাদক করার বিরোধিতা করে বেরিয়ে এসে নতুন কমিটি ঘোষণা করে আম্বিয়ারা। তাতে কার্যকরি সভাপতি হন সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদল।

এরপর দুই অংশ নির্বাচন কমিশনে স্বীকৃতির জন্য আবেদন করলে ইসি তথ্যমন্ত্রী ইনু নেতৃত্বাধীন অংশকেই মশাল প্রতীক দেয়। এরপরই দুই অংশের ঐক্যের উদ্যোগ দেখা গেল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ