সাড়ে ৩ কোটি টাকার দুর্নীতি : ফাঁসলেন পীযুষ

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : এফডিসির সাড়ে ৩ কোটি আত্মসাতের ঘটনায় ফাঁসলেন এই প্রতিষ্ঠানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক অভিনেতা পীযুষ বন্দ্যোপাধ্যায়। এফডিসির এই পদে থাকাকালীন সময়ে তিনি এফডিসির মালামাল ক্রয়ে ৩ কোটি ৪৬ লাখ ৫৮ হাজার ৫২০ টাকা আত্মসাত করেন। যা দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে ধরা পরেছে।

দুদকের অনুসন্ধানের পর গণমাধ্যমকে জানানো হয়, এফডিসির মালামাল ক্রয়ের মাধ্যমে এই টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি (পীযুষ) ও এক মালয়েশীয় নাগরিকসহ চারজনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

pijushe৫ (অক্টোবর) সোমবার দুদকের প্রধান কার্যালয়ে এক বৈঠকে তাদের বিরুদ্ধে মামলা করার অনুমতি দেয় কমিশন। শিগগিরই দুদকের এক উপপরিচালক হামিদুল হাসান রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ