আত্মসমর্পণের পর ক্রিকেটার শাহাদাত কারাগারে

10_Shahadat+Hossain_CMM+Court_051015_0003বিশেষ প্রতিবেদক, এবিনিনিউজবিডি,
শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় স্ত্রী গ্রেপ্তার হওয়ার পর আদালতে আত্মসমর্পণ করেছেন জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন। ৫ অক্টোবর (সোমবার) সকালে তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করলে বিচারক ইউসুফ হোসেন জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর  একদিন আগে (রোববার) ভোররাতে ঢাকার মালিবাগের একটি বাসা থেকে শাহাদাতের স্ত্রী জেসমিন আক্তার নিত্যকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে বিচারক তা নাকচ করে নিত্যকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
নিত্যর পক্ষে জামিনের আবেদন করে নজিবুল্যা হিরু শুনানিতে বলেন, ‘মামলার সমস্ত তথ্যই প্রকাশিত হয়েছে। আলাদা করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদেও কোনো তথ্যই আর অবশিষ্ট নেই। এই মামলায় এখনই অভিযোগপত্র দাখিল করতে পারে, তদন্তের আর বাকি কিছুই নেই। আমি বলছি, আগামীকালই শাহাদাতকে আমরা সারেন্ডার করিয়ে দেব।’ আদালত তার আবেদনও নাকচ করে দিলে নিত্যকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
গত ৬ সেপ্টেম্বর গৃহকর্মী হারিয়ে গেছে জানিয়ে শাহাদাত থানায় সাধারণ ডায়েরি করার কয়েক ঘণ্টা পর ওই শিশুকে পাওয়া যায়। পল্লবীর সাংবাদিক কলোনি থেকে ১১ বছর বয়সী ওই শিশুকে পেয়ে তাকে থানায় নিয়ে যান খন্দকার মোজাম্মেলক হক নামের এক সাংবাদিক।
পরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। সাংবাদিকদের কাছে শাহাদাতের বাসায় নির্যাতিত হওয়ার বিবরণ দেয় শিশুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ