টেকনিক্যাল কলেজ হবে প্রত্যেক উপজেলায় : প্রধানমন্ত্রী

pm sheikh shekh hasina শেখ হাসিনাসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দেশের প্রতিটি উপজেলায় টেকনিক্যাল কলেজ স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষ মানব শক্তি গড়ে তুলতে এসব কলেজ গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

বুধবার আইডিইবির জাতীয় সম্মেলনে ৩৮তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এ অধিবেশন উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বর্তমান গ্রামীণ উন্নয়ন, কৃষি ও শিক্ষার উন্নয়নে নানা কর্মসূচি হাতে নিয়েছে। সেক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে কাজ চলছে।’

তিনি বলেন, ‘দেশের প্রতিটি উপজেলায় টেকনিক্যাল কলেজ স্থাপন করে কারিগরি শিক্ষায় দক্ষ মানব শক্তি গড়ে তুলতে প্রয়োজনীয় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা বিপর্যস্ত ও বিশৃঙ্খল অর্থনীতি নিয়ে যাত্রা করেছিলাম। সেখান থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালি অবস্থানে নিয়ে এসেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশ ভৌগোলিক দিক থেকে ছোট হলেও জনসংখ্যায় আমরা বৃহৎ একটি রাষ্ট্র। এখানে আমাদের সবাইকেই আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ