বারডেমে হামলায় ২৫ জনকে আসামি করে মামলা

Birdem-General-Hospital বারডেম হাসপাতালসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে, যাতে পুলিশ কর্মকর্তা মাসুদসহ অন্তত ২৫ জনকে আসামি করা হয়েছে।

রোববার সকালে হাসপাতালটির জ্যেষ্ঠ সুপারভাইজার মনির হোসেন ঢাকা মহানগর হাকিম মিজানুর রহমানের আদালতে এ মামলা করেন।

জানা গেছে, সাবেক শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের ব্যক্তিগত সহকারী ইসহাক হোসেন বাবু, ডিবির অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, রোগীর আত্মীয় ফারহানা নাসরিন, ইস্ট ওয়েস্ট ভার্সিটির ছাত্র আবির হোসেনসহ অজ্ঞাত পরিচয় ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

আদালত বাদির জবানবন্দী রেকর্ড করে পরবর্তীতে আদেশ দিবেন বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ