অন্ধকারেও দেখবে মানুষ!

contact eye lens চোখসাইফ মাহমুদ, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অন্ধকারে থাকলে আমরা চোখে দেখতে পাই না। তবে এবার বিজ্ঞানের নতুন আবিস্কারের বলে রাতের অন্ধকারেও মানুষ দেখতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

কন্টাক্ট লেন্সের সঙ্গে ব্যবহার উপযোগী এমন একটি উপাদান তৈরি করেছেন আমেরিকার বিজ্ঞানীরা। গ্রাফিন দিয়ে এক বিশেষ ধরণের উপাদান এটি।এ লেন্সের মাধ্যমে ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি থেকে শুরু করে দৃশ্যমান ও অতিবেগুনী রশ্মি বা আলোতেও যেকোনো কিছু দেখতে পাবেন লেন্সের ব্যবহারকারী।

ইউনিভার্সিটি অব মিশিগানের ইলেক্ট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর সহকারী অধ্যাপক ঝাহোই ঝং জানান, তারা এ লেন্সটির ডিজাইন অত্যন্ত পাতলা করে করেছেন। এ গ্রাফিন নির্মিত উদ্ভাবনাটি সাধারণ কন্টাক্ট লেন্স কিংবা সেলফোনের সাথে ব্যবহার করা যাবে।

চিকিৎসকরা এ প্রযুক্তি ব্যবহার করে একজন রোগীর দেহের রক্তপ্রবাহ পর্যবেক্ষণ করতে পারবেন। এছাড়া শিল্প ও ইতিহাস সংক্রান্ত বিভিন্ন কাজেও ব্যবহার করা যেতে পারে এ প্রযুক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ