শীর্ষ সন্ত্রাসী মুরাদ কারাগারে

Murad মুরাদসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ইন্টারপোলের সহায়তায় যুক্তরাষ্ট্র থেকে ফেরত আনা আসামি নাজমুল মাকসুদ মুরাদকে মতিঝিলের পলাশ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাকিয়া পারভিন বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার প্রধান আসামি মুরাদকে ইন্টারপোলের সহায়তায় বাংলাদেশে ফেরত আনে সিআইডি।

ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারি কমিশনার (মিডিয়া) মো. আবু ইউসুফ বুধবার এ তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত, ১৯৮৯ সালের ১৯ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে বোমা হামলা করেছিলেন মুরাদ। ওই ঘটনায় তখন ধানমন্ডি থানায় হত্যা চেষ্টা ও বিস্ফোরক- এই দুই ধারায় একটি মামলা দায়ের করা হয়।

এর কয়েক মাস পরে মতিঝিল থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়। এ ছাড়া সবুজবাগ থানায় তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।

১৯৯৬ সালে মুরাদ বাংলাদেশ থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং সেখানে সে ফ্রিডম পার্টির কর্মী হিসেবে আশ্রয় পান।

২০১১ সালে তার বিরুদ্ধে ইন্টারপোলের কাছে রেড নোটিশ ইস্যু করে সিআইডি। এর পরিপ্রেক্ষিতে এফবিআই, ইএসএ পুলিশ ও ইন্টারপোলের উদ্যোগে তাকে আটক করা হয়। এরপর বুধবার তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ