কানাডায় তুষার চাপায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ কানাডায় তুষারখন্ডের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন দুইজন। একটি ন্যাশনাল পার্কে তুষার চাপা পড়ার ঘটনাটি ঘটেছে। তবে তাদের সঙ্গে থাকা অপর তিনজন সুস্থ আছেন।

তুষার চাপা পড়ার পর তারা সাহায্যের আবেদন করেন। এবং তুষারখন্ডটিকে খনন করে মৃত একজনকে বের করে নিয়ে আসতে সক্ষম হন। পরে উদ্ধারকারীরা এসে অন্যদেরকে উদ্ধার করে।

কুকুর দিয়ে অনুসন্ধান করে মৃত অন্যজনের অবস্থান নিশ্চিত করা হয়। পরে তাকেও বের করে আনা হয়। আলবার্টার ৮০ মাইল দূরের লেক লুইস পার্কে দুর্ঘটনাটি ঘটেছে।

কানাডায় প্রায় সময় পর্বতমালা থেকে ঝরে পড়া বরফখন্ডে অনেকে চাপা পড়ে থাকেন। এ জন্য দেশটির উদ্ধারকর্মীরা তৈরি থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ