প্রশ্নপত্র ফাঁস রোধে শাস্তি কঠোর করার পরামর্শ
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আইন করে শাস্তি কঠোর করার পাশাপাশি তথ্য-প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদেরা।
আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে দেশের শিক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষাবিদেরা। মতবিনিময় সভাটি এখনো চলছে।
এর মধ্যে কয়েকজন শিক্ষাবিদ তাঁদের পরামর্শ দিয়ে বের হয়ে এসেছেন। তাঁদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকেরা। তিনি জানান, এই সভায় শিক্ষাবিদদের পক্ষ থেকে শিক্ষার মান, প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা শিক্ষা, পরীক্ষাপদ্ধতিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। এর মধ্যে প্রশ্নপত্র ফাঁস রোধে আইটির ব্যবহার ও সাজা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া আর কোনো বেসরকারি মেডিকেল ও বেসরকারি বিশ্ববিদ্যালয় হওয়া উচিত নয় বলে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান অধ্যাপক আনিসুজ্জামান।
আজ বেলা পৌনে ১১টার থেকে বৈঠকটি শুরু হয়। বৈঠকে ৫০ জনের বেশি শিক্ষাবিদ অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন অধ্যাপক রেহমান সোবহান, সালাউদ্দিন আহমেদ, জিল্লুর রহমান সিদ্দিকী, রফিকুল ইসলাম, মুহম্মদ জাফর ইকবাল, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, এম এম আকাশ, মুনতাসীর মামুন প্রমুখ।