৩৩ বছর পর এলো শাহরুখের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত
বিনোদন প্রতিবেদক, এবিসি নিউজ, ঢাকা (২৩ সেপ্টেম্বর) : ‘দিওয়ানা’ থেকে ‘ডানকি’-তিন দশকের বেশি বলিউডের প্রতিনিধিত্ব করে আসছেন শাহরুখ খান। যুগের পর যুগ বক্স অফিসে রাজত্ব করে পেয়েছেন কোটি দর্শকের ভালোবাসা। অথচ তার ঝুলিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল না। অবশেষে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দেখা পেলেন বলিউড বাদশাহ।
মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত হলেন শাহরুখ খান। তার হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের সুবাদে তার ঘরে উঠল জাতীয় পুরস্কার।
বলিউডে রাজত্ব করার অনেক আগে শাহরুখের প্রথম পরিচিতি আসে ছোট পর্দায়। ১৯৮৯ সালে ‘ফৌজি’ ধারাবাহিকে লেফটেন্যান্ট অভিমন্যু রাইয়ের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক। এরপর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘স্বদেশ’, ‘চাক দে! ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’, ‘রইস’, ‘পাঠান’–এর মতো ছবির মধ্য দিয়ে প্রমাণ করেছেন-তিনি কেবল তারকা নন, এক পরিণত অভিনেতা।
সমালোচকদের মতে, শাহরুখ খানের অভিনয়ে থাকে আবেগ, আন্তরিকতা, বুদ্ধিমত্তা ও নিজস্ব ক্যারিশমা। দর্শকের সঙ্গে তার সংযোগ কেবল চরিত্র দিয়ে নয়—তিনি হয়ে উঠেছেন এক অনুভব, এক অভ্যাস। ৩৩ বছরের এই দীর্ঘ যাত্রা শেষে জাতীয় স্বীকৃতি যেন তাঁর প্রতি সময়ের ঋণশোধ।