আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ-উৎসবমুখর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি, এবিসি নিউজ, ঢাকা (২১ সেপ্টেম্বর) : স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,  যে যাই বলুক, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর হবে। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব দুর্গা পুজার পবিত্রতা রক্ষা করতে সকলকে এগিয়ে আসতে হবে। তিান সৌহার্দ্য-সম্প্রতি নষ্ট হয়, এমন কর্ম থেকে বিরত থাকতে সকলের প্রতি আহবান জানান।

এ সময় মাদক নিয়ন্ত্রণ ও অন্যান্য প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাদক সংক্রান্ত এক প্রশ্নে তিনি বলেন, বিভিন্ন রুটে আমাদের দেশে মাদক প্রবেশ করছে কিন্তু এর পরিবর্তে চাল, সার ও ওষুধ চলে যাচ্ছে। শুধু কক্সবাজার ও চট্টগ্রাম রুটেই নয়, বরিশাল ও বরগুনার সমুদ্র নিকটবর্তী নৌ রুটেও চাল ও সার চলে যাচ্ছে। আরাকান আর্মি মাদকের ওপর ভিত্তি করে বেঁচে আছে। বর্তমানে মাদক প্রচুর পরিমাণে ধরা হচ্ছে। ফলে মাদকের দামও বেড়ে গেছে।

কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, সারা দেশে কৃষক আলুর দাম পাচ্ছে না। তারা যদি আগামীতে আলু চাষ না করে তাহলে আলুর দাম বেড়ে যাবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ