জগন্নাথ কে সবুজায়নে হাত দিল সজিব
ক্যাম্পাস প্রতিবেদক, এবিসিনিউজবিডি,ঢাকাঃ
মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের স্লোগান ‘মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান’। আর এরই ধারাবাহিকতায় দেশজুড়ে চলছে বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচি।
৮ জুলাই (বুধবার) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামেমসজিদ এর সামনে বৃক্ষরোপণ করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ‘আনোয়ার সজীব’।
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আসন্ন কমিটির সভাপতি পদপ্রার্থী। এসময়ে তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “গাছ হলো আমাদের বিপদের বন্ধু। অক্সিজেন, ছায়া, ফুল, ফলমূল, সবজি সহ প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে গাছের গুরুত্বের অপরিসীম। বঙ্গবন্ধু নিজেও গাছ খুব পছন্দ করতেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে গাছের পরিচর্যা করেন। কেন্দ্রীয় ছাত্রলীগেরও নির্দেশনা রয়েছে যে, মুজিব বর্ষ উপলক্ষে অন্তত তিনটি করে গাছ লাগানোর জন্যে।”
কাঁঠাল, ঝাউ, লেবু, নিম, জুঁই, বট, হাসনাহেনা সহ বেশ কয়েক প্রজাতির বৃক্ষ তিনি রোপণ করেছেন। এসময় তাঁর সাথে আরো সহযোগিতা করেন ছাত্রলীগ কর্মী সৌরভ, সীমান্ত, রাকিব, তাহের, রাব্বি, সিরাজ ও তাওহীদ।