এইচএসসিতে গড় পাসের হার ৭৪.৩০ জিপিএ ৫ পেয়েছে ৫৮ হাজার ১৯৭ জন

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার গড় পাসের হার ৭৪ দশমিক ৩০ শতাংশ। মোট জিপিএ ৫ পেয়েছে ৫৮ হাজার ১৯৭ জন। ঢাকা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক শূন্য ৪, সিলেটে ৭৯ দশমিক ১৩, চট্টগ্রামে ৬১ দশমিক ২২, যশোরে ৬৭ দশমিক ৪৯, বরিশালে ৭১ দশমিক ৬৯, রাজশাহীতে ৭৭ দশমিক ৬৯, দিনাজপুরে ৭১ দশমিক ৯৪ ও কুমিল্লায় ৬১ দশমিক ২৯ শতাংশ। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৯১ দশমিক ৪৬ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৮৫ দশমিক শূন্য ৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। মোট পাস করেছে সাত লাখ ৪৪ হাজার ৮৯১ জন শিক্ষার্থী।
শনিবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক জনাকীর্ন সংবাদ সম্মেলনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর আগে সকাল ১০টায় শিক্ষামন্ত্রীর নেতৃত্বে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের কপি হস্তান্তর করেন।
দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বেলা দু’টায় শিক্ষা-প্রতিষ্ঠান, পরীক্ষার কে›ন্দ্র, ওয়েবসাইট ও মুঠোফোনের মাধ্যমে ফল পাওয়া যায়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ