দীর্ঘ ৯ মাস পর লেনদেন হাজার কোটি ছাড়াল

অর্থ ও বাণিজ্য রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  প্রায় নয় মাস পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

dseindex

সপ্তাহের চতুর্থ দিনে লেনদেনের পাশাপাশি সার্বিক সূচকও বেড়ছে।

বুধবার ডিএসইতে ১ হাজার ৭২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড হাতবদল হয়, যা আগের দিনের চেয়ে ২২৫ কোটি টাকা বেশি।

এর আগে সর্বশেষ ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর ডিএসইতে এক হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল। সেদিন হাতবদল হয়েছিল ১ হাজার ১৭২ কোটি টাকার শেয়ার।

দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৭৪ পয়েন্ট বেড়ে চার হাজার ২৫৯ পয়েন্ট হয়েছে।

এ বাজারের বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৩৪ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৫৭০ পয়েন্ট।

বুধবারের লেনদেনে দাম বেড়েছে ১৪৮টি শেয়ারের, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দাম।

মঙ্গলবার ডিএসইর সূচক ১৮ পয়েন্ট বাড়ে, সোমবার ১৪ পয়েন্ট কমে এবং রোববার সূচকে যোগ হয় ৯৯ পয়েন্ট।

গত সপ্তাহে  ডিএসইর সূচকে ৫২ পয়েন্ট যোগ হয়; লেনদেন হয় গড়ে ৫৭৯ কোটি টাকার শেয়ার।

আগের দুই সপ্তাহে ডিএসইর সূচক ২৬৬ পয়েন্ট বাড়ে; লেনদেন হয় গড়ে ৪৪১ কোটি টাকার শেয়ার।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ