শুক্রবার স্কুল ও শনিবার কলেজ শিক্ষক নিবন্ধন পরীক্ষা

Govt-logo-sm20130204080728সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে ১০ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১৪ আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সুত্রে এ তথ্য জানা গেছে।

সুত্র জানায়, শুক্রবার প্রথম দিনে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে স্কুল পর্যায় (কোড নং ৩০১-৩২৩) ও স্কুল পর্যায়-২ এর (কোড নং ২০১-২২৪) পরীক্ষা । এছাড়া ৩১ মে শনিবার সকাল ৯ টা হতে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে কলেজ পর্যায়ের পরীক্ষা (কোড নং ৪০১-৪৩৫) ।

উল্লেখ্য, একটানা মোট চার ঘন্টার পরীক্ষার মধ্যে প্রথম ১ (এক) ঘন্টা আবশ্যিক বিষয় এমসিকিউ পদ্ধতিতে এবং পরবর্তী ৩ ঘন্টা ঐচ্ছিক বিষয়ের লিখিত (বর্ণনামূলক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সূত্র আরো জানায়, ইতিমধ্যে বৈধ প্রার্থীদের প্রবেশপত্র অনলাইনে পাঠানোসহ যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীদের যথা নিয়মে প্রবেশপত্রে নির্ধারিত ভেন্যুতে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ