মার্কিন হুমকির মুখে ভেনেজুয়েলার ২৮৪টি স্থানে সেনা মোতায়েনের ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ, (১১ সেপ্টেম্বর) : ভেনেজুয়েলায় সারা দেশে ২৮৪টি ‘যুদ্ধফ্রন্ট’ স্থানে সেনা, পুলিশ এবং বেসামরিক প্রতিরক্ষা মোতায়েন করা হবে। মার্কিন হুমকির মুখে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ ঘোষণা দেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারকারী চক্র পরিচালনা এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠতার যোগাযোগের অভিযোগ এনেছে। কিন্তু যুক্তরাষ্ট এর পক্ষে কোনো প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে।
মাদুরো রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে বলেন, ‘প্রয়োজনে আমরা সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত।’ এ সময় তার পাশে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী।
তিনি বলেন, ‘কলম্বিয়ার সীমান্ত থেকে শুরু করে দেশের পূর্ব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভেনেজুয়েলার সমস্ত উপকূলজুড়ে, আমাদের সরকারি সৈন্যদের পূর্ণ প্রস্তুতি রয়েছে।’
গত আগস্ট মাসে ওয়াশিংটন কোকেন পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাদুরোকে ‘ধরিয়ে দেওয়ার জন্য’ তথাকথিত পুরস্কার ঘোষণা করে। এর কিছুক্ষণ পরেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলের ক্যারিবিয়ান এবং জলসীমায় বেশ কয়েকটি জাহাজ ও একটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করে। এরপর ওই অঞ্চলে অত্যাধুনিক যুদ্ধবিমান পাঠায় ওয়াশিংটন।
কয়েক সপ্তাহ ধরেই মাদুরো উদ্বেগ প্রকাশ করে আসছেন, আমেরিকা সামরিক হুমকির মাধ্যমে তার দেশের শাসনব্যবস্থা পরিবর্তন চাইছে।
উত্তেজনার মধ্যেই সম্প্রতি মার্কিন বাহিনী ক্যারিবীয় অঞ্চলে বিমান হামলা চালিয়ে একটি স্পিডবোট ধ্বংস করেছে। হামলায় ১১ জন নিহত হলেও তারা যে মাদক সংশ্লিষ্ট – এর কোনো প্রমাণই পাওয়া যায়নি।